৪৮তম বিশেষ বিসিএস কত নম্বরের পরীক্ষা হবে, সিলেবাসে কী থাকবে

৪৮তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার ও শিক্ষা ক্যাডারে প্রার্থী একবারে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি দুই ক্যাডারের জন্য পরীক্ষা এই বিসিএসের মাধ্যমে নেওয়া সম্ভব না হয়, তাহলে আরেকটি বিশেষ বিসিএস আসতে পারে। সেটি হবে ৪৯তম বিশেষ বিসিএস। সে ক্ষেত্রে ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নেওয়া হবে আর ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এটি শুধু চিকিৎসকদের জন্য নেওয়া হলে সে ক্ষেত্রে নম্বর হবে—মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।

শিক্ষা ক্যাডারের জন্য নিয়োগ দেওয়া হলে সে ক্ষেত্রেও ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। যে প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।
৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–২

তবে পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই বিসিএসের বিজ্ঞপ্তি দ্রুত দিয়ে দ্রুতই শেষ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করছে পিএসসি। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক সায়েদুর রহমান। সম্প্রতি নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সায়েদুর রহমান।