বাবা-মায়ের চোখের সামনে ৫ বছরের শিশুর ওপর দিয়ে চলে ট্রাক

টাঙ্গাইলের সখীপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় সোয়াদ আল সাফওয়ান নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ দৃশ্য দেখে ঘটনাস্থলে থাকা মা–বাবা দুজনেই অচেতন হয়ে পড়েন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার বেসরকারি লাইফ কেয়ার ক্লিনিকের সামনে সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুরের জামতলা এলাকার মাসুম রানা ও মিতু আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজ বেলা ১টার দিকে সাফওয়ান তার বাবা-মায়ের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মামাবাড়ির উদ্দেশে রওনা হয়। অটোরিকশাটি সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে পৌঁছানোর পর সড়কের একপাশে দাঁড়ায়। শিশুটির বাবা মাসুম রানা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন। মা মিতু আক্তার নেমে রাস্তার ওই পাশে চলে যান। শিশুটি বাবার কাছ থেকে দৌড়ে মায়ের কাছে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাকা রাস্তার একপাশে মা, অন্যপাশে বাবা। চোখের সামনে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে তাঁরা জ্ঞান হারিয়ে দুজন দুই পাশে পড়ে যান। স্থানীয় লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
শিশুটির মৃত্যুর সিসিটিভি ফুটেজ ও পারিবারিক অ্যালবামে পাওয়া শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে শোক জানিয়ে অনেকেই মন্তব্য করছেন। অনেকে ভারাক্রান্ত হয়ে পড়ছেন। রাস্তাঘাটে চলাচলের সময় অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।