বাংলাদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৩ পদে চলছে আবেদন, শেষ ২৫ মে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৩ পদে চলছে নিয়োগ আবেদন, শেষ সময় ২৫ মে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় মোট ৬৩টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শেষ হবে ২৫ মে ২০২৫।
পদসমূহ:
ডিএনসিসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর মধ্যে রয়েছে—
- সহকারী প্রকৌশলী (সিভিল)
- উপসহকারী প্রকৌশলী
- হিসাব সহকারী
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পরিচ্ছন্নতা কর্মী
- গাড়িচালক
ইত্যাদি।
যোগ্যতা:
প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সর্বনিম্ন অষ্টম শ্রেণি থেকে শুরু করে ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে।
আবেদন পদ্ধতি:
- অনলাইনে আবেদন করতে হবে http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে।
- আবেদন ফি প্রার্থীর পদের গ্রেড অনুযায়ী ৫৬-১১২ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।
- আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে।
আবেদনের শেষ সময়:
২৫ মে ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট প্রার্থীদের যথাসময়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে। আবেদনপত্র পূরণে ভুল থাকলে তা বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদ | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বেতন স্কেল |
---|---|---|---|
সহকারী প্রকৌশলী (সিভিল) | ৫টি | সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক | গ্রেড ৬ (২২,০০০–৫৩,০৬০ টাকা) |
উপসহকারী প্রকৌশলী (সিভিল) | ৮টি | সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা | গ্রেড ১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) |
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর | ৬টি | এইচএসসি ও টাইপিং + কম্পিউটার স্কিল | গ্রেড ১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা) |
হিসাব সহকারী | ৪টি | বাণিজ্যে স্নাতক বা সমমান | গ্রেড ১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা) |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১০টি | এইচএসসি + কম্পিউটার টাইপিং | গ্রেড ১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) |
গাড়িচালক | ৫টি | অষ্টম শ্রেণি + ড্রাইভিং লাইসেন্স | গ্রেড ১৬ |
পরিচ্ছন্নতা কর্মী | ২৫টি | অষ্টম শ্রেণি | গ্রেড ২০ (৮,২৫০–২০,০১০ টাকা) |