আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন: “অর্থ মন্ত্রণালয়ের বাইরেও চাপ আছে, ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে”
📍 রিপোর্ট: ঢাকা, রেসিডেনসিয়াল মডেল কলেজ | তারিখ: শুক্রবার
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৫–এর জাতীয় পর্বে আজ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অর্থনীতিকে ঘিরে নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন,
“শুধু অর্থ মন্ত্রণালয়ের নয়, আরও অনেক দিক থেকে চাপের মুখে আছি। আজ সকালেও এসব চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত সময় কেটেছে।”
🔍 সমালোচনা ও ভাবমূর্তি নিয়ে উদ্বেগ
অর্থ উপদেষ্টা তার বক্তব্যে নীতিনির্ধারকদের প্রতি চলমান সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন,
“অনেকে বলেন আমরা কিছুই করতে পারি না। সমালোচনা ঠিক আছে, কিন্তু এসব কথাবার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করে।”
📊 আসন্ন বাজেট ও আইএমএফ প্রসঙ্গ
আসন্ন বাজেট নিয়ে সালেহউদ্দিন জানান,
“বাজেটে করছাড়ের নানা আলোচনা আছে। বাজেট ঘোষণার পরদিনই অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবে সবচেয়ে বড় কথা, আইএমএফ যা চাপিয়ে দিতে চেয়েছিল, তা আমরা পুরোপুরি মেনে নেইনি— এক ধরনের সমাধানে পৌঁছানো গেছে।”
🎓 অলিম্পিয়াডে উপস্থিত অর্থনীতি বিশিষ্টজনদের ভাবনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন,
“অর্থনীতি শুধুই তত্ত্ব নয়, এটি একটি প্রায়োগিক বিজ্ঞান। তাই তরুণদের মধ্যে অর্থনীতির বোধ তৈরি করা জরুরি। এবারের অলিম্পিয়াডে অংশ নিয়েছে ২০ হাজার প্রতিযোগী— এটি প্রমাণ করে আমরা সঠিক পথেই আছি।”
সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন তার বক্তব্যে বলেন,
“প্রবৃদ্ধি বাড়লেও তার সুফল সবার ঘরে পৌঁছায়নি। বৈষম্য বেড়েছে, কর্মসংস্থান তৈরিতে আমরা পিছিয়ে। তরুণ বেকারত্ব এখনই বড় চ্যালেঞ্জ। আর দীর্ঘদিনের মূল্যস্ফীতি মানুষকে বিপর্যস্ত করেছে।”
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন,
“গত ৯ মাসে বড় কোনো ব্রেকথ্রু না হলেও ইতিবাচক দিক হলো— ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধ হয়েছে, টাকা পাচার কমেছে। তবে রাজনীতিতে অনিশ্চয়তা আবার মাথাচাড়া দিচ্ছে।”
🏅 বাংলাদেশের পাঁচ তরুণ যাচ্ছেন আন্তর্জাতিক পর্বে
এবারের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ ও স্মার্টফোন পুরস্কার। এই পাঁচ তরুণ আজারবাইজানে আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং দেশের অর্থনৈতিক চিন্তার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। তরুণদের মধ্যে অর্থনৈতিক সচেতনতা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া দরকার।