আন্তর্জাতিক
সন এখন ‘কিংবদন্তি’, ১৭ বছর পর টটেনহামের ঘরে ট্রফি

বেচারা হ্যারি কেইন!
টটেনহামে ১৪ বছরের ক্যারিয়ারে নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠা করলেও শিরোপা জেতা হয়নি। মনের দুঃখে উত্তর লন্ডনের ক্লাবটি ছেড়ে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সেখানে এ মৌসুমে অবশেষে বুন্দেসলিগা শিরোপার দেখা পান। তখন অনেকেই মজা করে বলেছিলেন, বুন্দেসলিগা ট্রফি দেখতে তো শিল্ডের মতো, কেইন তাই চ্যাম্পিয়ন হয়েছেন বটে, কিন্তু শিরোপা জয়ের অপেক্ষা কাটেনি। কেইন ব্যাপারটা সিরিয়াসলি নিলে কাল রাতে টটেনহামকে দেখে তাঁর আনন্দের পাশাপাশি একটু দুঃখও লাগার কথা—হাজার হোক ইউরোপা লিগের ট্রফি নিয়ে তো আর অমন মজা করার সুযোগ নেই!