বাংলাদেশ
অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ নতুন ভাবে যুক্ত হলো সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সাথে।
অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ নতুন ভাবে যুক্ত হলো সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সাথে।অ্যাবাকাস ম্যাথ এর কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে ঢাকা বনশ্রী।বর্তমানে অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ অনেকগুলো শাখা নিয়ে এসেছে ঢাকা শান্তিনগর নিকুঞ্জ.ঢাকা পল্টন ও বিএফ শাহীন কলেজ।অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশের চিন্তা চেতনা ৫থেকে ১৩ বছর শিশুদের মেধা বিকাশ ডেভলপমেন্ট এর জন্য কাজ করে থাকে।বাচ্চাদের লেফ্ট সাইড ও রাইট সাইড নিয়ে কাজ করে থাকে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এর অবসরপ্রাপ্ত কর্নেল মোঃ শামসুল আলম(পিএসসি).ভাইস প্রিন্সিপাল জেরিনা ফেরদাউস.উপস্থাপনায় মুনা কাশেম ও নার্গিস সুলতানা।অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ এর প্রিন্সিপাল মোঃকামরুল হোসেন শরীফ ও অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ সিওও মোঃ ইলিয়াস তালুকদার।