রাজনীতি

আমাদের সামনে বিশাল কাজ আছে-তারেক রহমান

বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি’র উদ্বোধন করে অনলাইনে চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি।

২০ টাকা (ব্রিটিশ মুদ্রায় ১৫ পেন্স) দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি’র উদ্বোধন করে অনলাইনে চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি।

এর আগে তারেক রহমান সদস্য ফরম পূরণ করে সদস্য নবায়ন ফিসহ ই-মেইলে পাঠান। তিনি বলেন, আমি ফরম পূরণ করে এখানকার মুদ্রায় ১৫ পেন্সসহ পাঠিয়েছি।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমান বলেন, আমাদের তৃণমূলকে সংগঠিত করতে হবে। এখন বেশি করে কাজ করতে হবে, আমাদের সামনে বিশাল কাজ আছে। আমরা আমাদের হাজারো লক্ষ নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

তিনি আরও বলেন, দলকে যত শক্তিশালী পুনর্গঠিত করতে পারব, আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র দ্রুত আমরা মেরামত করতে পারব, রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পাওয়ার পর দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই দলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠিত করতে হবে।

তারেক রহমান বলেন, যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, সততা, আদর্শ আছে এরকম মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, অ্যাফেকটিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button