রাজনীতি

এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্যসচিব ছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশনার আক্তারুল আলম এ ঘোষণা দেন।
এর আগে গত শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলে। মোট ২৮০৬ ভোটারের মধ্যে ১৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। তাদের মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এএফএম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১টি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবি পার্টির সাধারণ সম্পাদক হয়েছে সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button