বাংলাদেশ

পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই হবে-প্রধান উপদেষ্টা

পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদেরকে ২৪ এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা জানান, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার বক্তব্য তার কার্যালয়ের সভাকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button