বাংলাদেশ

সচিবালয় খুলেছে: অন্যত্র চলছে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম


সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনে থাকা ৫ মন্ত্রণালয়।

আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সেখানকার নথিপত্র ও আসবাবপত্র। এমনকি বিভিন্ন কক্ষও হয়ে পড়ে ব্যবহার অনুপযোগী।

এ অবস্থায় বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। তবে আজ থেকে কার্যক্রম পুরোদমে চলবে বলে আশা করা যাচ্ছে।

রোববার সরেজমিনে দেখা গেছে, সকালে সচিবালয় খুললেও ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

নিরাপত্তার জন্য সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।

জানা গেছে, সচিবালয় খুললেও ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে অন্যত্র।

এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন।

এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button