প্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের ফুটবলকে চূড়ায় ফেরাতে চান রোনালদো
কদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান রোনালদো নাজারিও। এর মধ্যে একবার নিজের ইচ্ছার কথা প্রকাশও করেছিলেন তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সোমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এখনই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দিয়েছেন রোনালদো।
সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিলজুড়ে চষে বেড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এই সফরে সমর্থন আদায়ের জন্য রোনালদো সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজি করানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর একাধিক ক্লাবের মালিকানা কিনেছেন রোনালদো। এরই মধ্যে অবশ্য ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব ভায়াদোলিদের মালিকানাও ছাড়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। সব বাদ দিয়ে এই মুহূর্তে সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আর কিছুই নাকি ভাবছেন না কিংবদন্তি এই ফুটবলার। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান রোনালদো।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। আমার সঙ্গে যা হচ্ছে, সেটা হলো মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলায় ফিরে আসতে বলে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই।’