আন্তর্জাতিক

ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না ঢাকা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়াকে ভালোভাবে নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার।

ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তাটি দিল্লিতে পৌঁছে দিতে বিক্রম মিশ্রিকে অনুরোধও করেছে বাংলাদেশ।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বলেন, আমরা বলেছি, তিনি (শেখ হাসিনা) ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। তাদের (ভারতকে) আমরা বলেছি, আমরা যে এটা পছন্দ করছি না এটা তাকে (শেখ হাসিনাকে) যেন জানানো হয়। তারা (বিক্রম মিশ্রি) নোট নিয়েছেন।

জসীম উদ্দিন বলেন, তারা বলেছেন, তার (শেখ হাসিনার) উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে জসীম উদ্দিনের কাছে জানতে চান সাংবাদিকরা।

বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। এটা এফওসিতে কেন, যে কোনো পর্যায়ে হতে পারে। সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে, জানানো যায় এবং দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button