বাংলাদেশ

পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না

মঙ্গলবার চাঁদপুর নৌ টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই। ওনারা (ভারত) যদি পায়ে পড়ে ঝগড়া করতে চান, তাহলে বাংলাদেশের লোকজন কোনোদিন ওই দেশমুখী হবে না।’

মঙ্গলবার চাঁদপুর নৌ টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘ভারতের প্রতি আমাদের যে একটা বন্ধুত্বসুলভ বিষয় ছিল, সেটি খারাপ করছেন ওনারা। তাদের কোনও কারণ নেই, এসব করার।
ভারতে সহকারী হাইকমিশনে আক্রমণের বিষয়ে প্রশ্ন করলে এম সাখাওয়াত বলেন, ‘আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তারা আমাদের নাগরিক। তাদের ভালো-মন্দ সবকিছু দেখছি। বিভিন্ন মিডিয়া যদি এ ধরনের প্রচার করতে থাকে, আর কেউ যদি ধমকি দিয়ে বাংলাদেশের নিরাপত্তার ওপর হুমকি দেয়-যারা করছে তারা নিজেদের দেশে করছে, দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব নিয়ে থাকতে চাই।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ভারতের নেইবার (প্রতিবেশী)। কিন্তু যদি বাংলাদেশকে এভাবে হেনস্তা করতে থাকে তাহলে মনে রাখবেন, ১৮ কোটি মানুষের এই দেশ। অন্য ছোটখাটো দেশ আপনাদের আশপাশে যা আছে এটি তা নয়।’

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক মহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button