বাংলাদেশ
রাতভর মোহাম্মদপুর-জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান
রাজধানীর মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
সোমবার রাত ১১টা থেকে অভিযান শুরু হয়।
রাত সাড়ে ১২টার দিকে খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল। ওই সময় পর্যন্ত জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করে সেনাবাহিনী।
অভিযানে সহায়তা করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এদিকে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।