রাজনীতি হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু জরুরি পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। পৌঁছান রাত ৭টা ৭ মিনিটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতাল থাকার পর গুলশানের বাসায় ফিরেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি।