বিভাগীয় সংবাদ

মোহাম্মদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২ এর সদস্যরা। সোমবার সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি শিহাব করিম জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিভিন্ন মার্কেট ও সড়কগুলোতে ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই ও চাঁদাবাজি করছিল তারা। এরই প্রেক্ষিতে রোববার র‌্যাব-২ এর একাধিক দল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিশোর গ্যাং এর ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ইসমাইল (২১), আরিফ (২১), ইমন (২৫), নাজমুল (২৩), নাদিম (৩৩), মো.ওয়াকিল (৩৬), মো. মোজাক্কিন (২০), মান্না (২১), সোহেল (৩৫), জাহিদ (৩৫), বেলাল (৩০), মো. দিপু (২১), মো. শান্ত (২০), মো.তাওসীফ (১৯), মো.তপু (১৯) এবং মো. লিটন মিয়া ওরফে সিএনজি লিটন (২৮)। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ডেগার, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটারসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এএসপি জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। আসন্ন ঈদকে সামনে রেখে রাতের আধারে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধসহ পার্শ্ববর্তী এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button