বিনোদন

শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত: শাহনাজ খুশি

মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। দিন-রাত, বাসা-অফিস, হাট-বাজার, স্কুল ও জনসমাগমস্থল কোথাও মশার হাত থেকে নিস্তার মিলছে না। মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না অভিনেতা অভিনেত্রীরা। শুটিং করতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি।

রোববার (১৭ই মার্চ) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লেখেন, ‘শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত, মশার মুড়ি, মশার জিলাপি, মশার ঘুগনি, এখন মশা মিলিয়ে চা খাব! এভাবেই বেঁচে থেকে আবার ভোট দেব!’

মশা নিয়ে শাহনাজ খুশি স্ট্যাটাসটি দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। ইবতেশাম নাসিম মৌ লিখেছেন, ‘স্ট্যাটাস হাসির কিন্তু মর্ম আবার মেজাজ খারাপের।’ জবাবে শাহনাজ খুশি বলেন, ‘আর বইলো না বইন! জান পুরা শেষ।’

আবীর হাসান আখন্দ লিখেছেন, ‘মশার কারণে নামাজ, ইফতার সবই এলোমেলো।’ শরিফুল ইসলাম তন্ময় নামে একজন লেখেন, ‘উত্তরা শুটিং হাউসগুলোতে বেশি মশা। বিরক্ত লাগে।’ বিএম সাদেক নামে আরেকজন লিখেছেন, ‘মশার জ্বালায় তারাবি নামাজটাও শান্তিতে পড়া যায় না।’ রবিউল ইসলাম রবিন লিখেছেন, ‘মশা আছে, মেয়র নাই!’

ইঞ্জিনিয়ার সাহাদত কানন বলেন, ‘শহরটা মশার দখলে চলে গেছে। দেখার কেউ নাই।’ সঞ্জয় ঘোষ লিখেছেন, ‘মশার উৎপাতের কারণে সারা দেশে চরম সমস্যা। সমাধান হলে ভালো হয়।’

 

উল্লেখ্য, শাহানাজ খুশি একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী ও মডেল। তিনি বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করার জন্য সুপরিচিত। তিনি নাট্যকার, অভিনেতা ও লেখক বৃন্দাবন দাসের স্ত্রী।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button