বিনোদন

পিকের জন্যই নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেননি শাকিরা

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ান সুপারস্টার শাকিরাকে নিয়ে কভার স্টোরি ছাপিয়েছিল বিলবোর্ড ম্যাগাজিন। সেখানে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের সঙ্গী স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে—তা তিনি কখনোই ভাবেননি। তিনি বিশ্বাস করতেন, মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকবেন। এবার সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছেন, পৃথিবীর অন্যতম তারকা গায়িকা হওয়ার পরও শুধু পিকের পাশে থাকার জন্য ক্যারিয়ারে তিনি বিরতি টেনেছিলেন!

কলম্বিয়ান এই গায়িকা সাক্ষাৎকারে বলেছেন, ‘দীর্ঘ সময় আমি জেরার্ডের পাশে থাকার জন্য আমার ক্যারিয়ার আটকে রেখেছিলাম, যাতে সে ফুটবল খেলতে পারে।’ শাকিরা আরো বলেন, ‘প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।’

এর আগে নিজেদের দাম্পত্য নিয়ে গত বছর শাকিরা বলেছিলেন, ‘আমার অগ্রাধিকার ছিল আমার ঘর, আমার পরিবার। আমি বিশ্বাস করতাম মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসঙ্গে থাকব।’

তিনি আরও বলেছিলেন, ‘আমার মা-বাবা ৫০ বছর একসঙ্গে আছেন। তাঁরা এখনো একে অপরকে প্রথম দিনের মতো ভালোবাসেন। তাঁদের ভালোবাসা অনন্য এবং অপূরণীয়। তাই আমি জানি, এমনটা সম্ভব। আমি নিজের এবং আমার সন্তানদের জন্য এটাই চেয়েছিলাম। কিন্তু তা হয়নি।’

 

বিলবোর্ডকে শাকিরা জানিয়েছিলেন, বার্সেলোনায় থেকে গানের ক্যারিয়ার চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। কিন্তু তারপরও তিনি বার্সেলোনায় থেকে গিয়েছিলেন শুধু পিকের জন্য। তিনি বলেন, ‘আমি তার (পিকে) জন্যই নিবেদিত ছিলাম।’

এদিকে দীর্ঘ বিরতির পর চলতি মাসেই ‘ল্যাস মুজেরেস ইয়া নো লোরান’ নামে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন শাকিরা।

 

উল্লেখ্য, স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবল দলের সদস্য এবং বার্সেলোনার তারকা খেলোয়াড় পিকের সঙ্গে শাকিরার দেখা হয়েছিল ২০১০ সালে। সে সময় শাকিরার বয়স ছিল ৩৩, আর পিকে ছিলেন ২৩ বছর বয়সী। মূলত সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ নিয়ে যে মিউজিক ভিডিও তৈরি হয়েছিল—তার সেটেই পরিচয় হয়েছিল দুই ভুবনের তুই তারকার। পরে ২০১১ সালের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটান তারা।

২০১৩ সালের জানুয়ারি মাসে শাকিরা ও পিকের প্রথম সন্তান মিলানের জন্ম হয়। দুই বছর পরই ২০১৫ সালের জানুয়ারি জন্ম হয় তাদের কন্যাসন্তান সাশার। ১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

 

-এসআই

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button