খেলা
আগামীকাল সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। আগামীকাল সকালে সেই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে ম্যাচ মাঠে গড়ানোর ২৪ ঘণ্টারও কম সময় আগে দু:সংবাদ পেলো বাংলাদেশ। চোটের কারণে শেষ ম্যাচ খেলা হচ্ছে না পেসার তানজীম হাসান সাকিবের।
চট্টগ্রামে আজ অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তানজিম সাকিব। আজই ঢাকায় ফিরছেন ২১ বছর বয়সী এই পেসার।
প্রথম ওয়ানডেতে শুরুর ৩ উইকেটসহ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন সাকিব। তাই তাকে হারানো নাজমুল হোসেন শান্তর দলের জন্য বড় ধাক্কা।