কুমিল্লায় ভুল প্রশ্নপত্রে বিড়ম্বনার শিকার শিক্ষক নিবন্ধন প্রত্যাশি পরীক্ষার্থীরা
কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এনটিআরসি পরীক্ষা ২০২৩ নেওয়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন শিক্ষক নিবন্ধন প্রত্যাশি পরীক্ষার্থীরা
শুক্রবার (১৫ মার্চ) ভুক্তভোগী পরীক্ষার্থীদের অনেকেই জানান, বেলা সাড়ে নয়টায় অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রশ্ন বিতরন করা হয় কারিগরি/এবতেদায়ি বিভাগের প্রশ্ন। পরীক্ষার্থীরা এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় হলে দায়িত্ব প্রাপ্ত ইনভিজিলেটরদের (শিক্ষকদের) দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিলিকৃত ভুল প্রশ্নপত্রে পরীক্ষা চালিয়ে যান। এতে বিষয় ভিত্তিক পার্থক্য থাকার কারনে বিভ্রান্তিতে পড়ে পরীক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী সুজন জানান, প্রথমে হল কর্তৃপক্ষ ভুল প্রশ্ন দেবার বিষয়টি অস্বীকার করলেও পরীক্ষার শেষে দেখা যায় সাধারন স্কুল পর্যায়ের প্রশ্নের জায়গায় কারিগরি ইবতেদায়ি পর্যায়ের প্রশ্ন অদল বদল হয়েছে। এতে করে ওই কেন্দ্রের ১০১, ৩১১, ৩১২ ও ৩১৩ নং কক্ষের পরীক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হয়।
এদিকে পরীক্ষার শেষে ভুক্তভোগীরা কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে উপস্থিত হয়ে বিষয়টির প্রতিবাদ জানায়।
এ বিষয়ে কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষ রাজিয়া সুলতানার সাথে যোগাযোগ করলে জানান বিষয়টি দেখার জন্য তিনি ম্যাজিস্ট্রেট কে জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম টিচার্স ট্রেইনিং কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষ ও পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেন। তিনি পরীক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি এনটিআরসি কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহনের জন্য সুপারিশ করা হবে।