বাংলাদেশ
সাদি মহম্মদের প্রতি শ্রদ্ধা জানালো আওয়ামী লীগ
দেশবরেণ্য সংগীত শিল্পী সাদি মহম্মদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর ঢাকার মোহাম্মদপুরে তাজমহল রোড কবরস্থান মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার লাশ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি উপস্থিত ছিলেন।