বিভাগীয় সংবাদ

নারীরা পরিচালনা করলেন চট্টগ্রাম প্রেস ক্লাব

ব্যবস্থাপনা কমিটির সভা করলেন প্রতীকী নারী নেতৃত্ব। দিবসের আলোচনা সভার সভাপতি, অতিথি, সঞ্চালক, মঞ্চে উপস্থিত সবাই নারী। তারা নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সহধর্মিণী এবং নারী দিবসের অনুষ্ঠানের আহ্বায়ক ও সদস্যরা। হলভর্তি শ্রোতারাও নারী। সবাই মিলে কেক কাটলেন, গাইলেন, র‌্যাফেল ড্র পরিচালনা করলেন। নারীর ক্ষমতায়নের দৃপ্ত শপথে এক দিনের কর্মযজ্ঞ শেষে ফিরলেন ঘরে।

এভাবেই শুক্রবার (৮ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিটি পর্ব পরিচালিত হলো। অনুষ্ঠানমালার শিরোনাম ছিল ‘নারী-পুরুষ দৃষ্টিভঙ্গি পাল্টাই-সুন্দর সমাজ গড়ি’।।

প্রতীকী ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি জেসমিন আক্তার ডলি, সহ-সভাপতি ফারজানা আকতার, যুগ্ম সম্পাদক সৈয়দা জান্নাতুল নাঈম, অর্থ সম্পাদক বিবি জয়নাব, সাংস্কৃতিক সম্পাদক বিবি জয়নাব আইরিন, ক্রীড়া সম্পাদক আনিকা ইখতিয়ার, গ্রন্থাগার সম্পাদক রোজিনা ইয়াছমিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কামরুন নাহার রিতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ সুলতানা মায়া, কার্যকরী সদস্য হোসনে আরা খানম চৌধুরী, মিসেস মোয়াজ্জেমুল হক, নার্গিস সুলতানা ও সীমা আলম।

নারীদের প্রেস ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণের পর নারী ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটার পর শুরু হয় আবৃত্তি, গান ও আলোচনা।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক শাহিন আরা বেগমের সঞ্চালনায় এ পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতীকী সভাপতি সুমাইয়া সালাহ্উদ্দিন। অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রাণী প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতীকী সাধারণ সম্পাদক কান্তা দে। আবৃত্তি, গান ও আলোচনায় অংশ নেন উদযাপন উপ-কমিটির সদস্য শামীম আরা লুসি, শামিমা নার্গিস, সুস্মিতা চৌধুরী, শারমিন এলাহী, পম্পি ঘোষ, সুচন্দা নন্দী, রোকসানা বন্যা, জেসমিন আক্তার শিমুল, জান্নাতুল ফেরদৌসী, সানজিদা আক্তার, ফেরদৌস পারভীন পলি, তপতী দাশ, চন্দনা দাশ প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। তাদের পিছিয়ে রেখে বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশেও নারীদের মর্যাদা অনেক বেড়েছে। আমরা পুরুষকে সঙ্গে নিয়ে উন্নয়নশীল দেশ গঠন আরো ত্বরান্বিত করতে চাই।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button