বিনোদন

ইত্যাদি’র জন্য গান গাইলেন তাসনিয়া ফারিণ

এই সময়ের আলোচিত টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অনেকেরই হয়তো অজানা যে অভিনয়ের পাশাপাশি ভালো গাইতেও জানেন তিনি। অনেকদিন ধরেই তার স্বপ্ন ছিল গাওয়ার। কোনো একদিন তিনি গাইবেন সেটা অনেক সাক্ষাৎকারেও বলেছিলেন। এবার ঠিকই গাওয়া হলো তার। তাও আবার হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য।

 

সম্প্রতি ‘ইত্যাদি’র জন্য গান গেয়েছেন এই অভিনেত্রী। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তাহসান ও ফারিণের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ‘ইত্যাদি’তে প্রচারিত হবে।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘নানা অনুষ্ঠানে অনুরোধে গানের অংশ বিশেষ গাওয়া হয়েছে। সেসব গান শুনে অনেকেই গান করার অনুরোধ করে আসছিলেন। হঠাৎ করেই হানিফ সংকেত দাদার কাছে থেকে এই গানের জন্য প্রস্তাব আসে। গানটির ডেমো শুনে পছন্দ হয়। তাছাড়া গান গাওয়ার ব্যাপারে বকুল ভাই ও তাহসান ভাই আগে থেকেই উৎসাহ দিয়ে আসছিলেন। তবে এমন হুট করেই গান গাইব, ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘প্রথম গান করলাম। তাও আবার তাহসান ভাইয়ের সঙ্গে। এই গানটির সঙ্গে সব প্রিয় মানুষ জড়িত। তাহসান ভাই তো আছেনই। গানটির গীতিকার বকুল ভাই, সুর ও সংগীত করেছেন ইমরান ভাই। প্রথম গানই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

 

তাহসান বলেন, ‘হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন দিয়ে বললেন, “ইত্যাদি”র জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন দাদাকে ফারিণের কথা বললাম। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়।’

 

ফারিণকে সর্বশেষ দেখা গেছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের একটি ওয়েব ফিল্মে। যেটা নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে তিনি জুটি বেঁধেছেন প্রীতম হাসানের সঙ্গে। ছবিটি দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ মুক্তির পর প্রশংসিত হয়েছেন ফারিণ।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button