আন্তর্জাতিক

নির্বাপক ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে: প্রধানমন্ত্রী

বেইলি রোডের বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে যার যার জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় মালিকদের ভবন নির্মাণ নীতিমালা মেনে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বীমা সম্পর্কে প্রত্যক নাগরিককে সচেতন করতে হবে। বীমা থেকে কী ধরনের সুবিধা পাওয়া যাবে তা সবাইকে জানাতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বীমাখাতকে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকার দেশের মানুষের উন্নয়নে বীমা আইন ১৯৩৮ সংশোধন করে নতুন আইন প্রনয়ণ করেছে। বীমা নিয়ে যারা বাণিজ্য করে তাদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button