আন্তর্জাতিক

অফিস আদালতসহ সর্বত্র বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে খেলাফত মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। দেশের অফিস আদালতসহ সর্বত্র বাংলা ভাষার চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ইতিহাস, ঐহিত্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ বুধবার বিকেলে পল্টনস্থ’ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, মো. জিল্লুুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ আকবর হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক মুফতি সাইফুল হক, এইচএম হুমাযুন কবির আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুহাম্মদ সেলিম হোসাইন, মুহাম্মদ সাহাবুদ্দিন, মল্লিক মুহাম্মদ কিতাব আলী, শ্রমিক মজলিসের সহসভাপতি আলহাজ আমীর আলী হাওলাদার, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আহ্বায়ক মুহাম্মদ মনির হোসাইন, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নূর মুহাম্মদ,অ্যাডভোকেট এনায়েত রাব্বী একরাম। সভায় বায়ান্নর ভাষা আন্দোলনে শাহাদৎবরণকারীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button