বিনোদন

হাসপাতালেই জন্মদিন পালন, উপহার পেয়ে আপ্লুত তিশা

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ (২০ ফ্রেবুয়ারি)। তিনি আছেন এখন হাসপাতালে। সময়টা বেশ খারাপ যাচ্ছে অভিনেত্রীর। তার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে একের পর এক। জানুয়ারি মাসে ব্রেইন স্ট্রোক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। সুস্থ হয়ে বাড়িও ফিরে যান ফারুকী। কিন্তু এর পর হঠাৎ অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। তাই এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই তিশার।

তাই বিশেষ এই দিনটি হাসপাতালেই উদযাপন করেছেন তিশা। তবে এই দুঃসময়েও প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে ভুললেন না। জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন তার স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। হাসপাতালে বসে সেই উপহার পেয়ে আপ্লুত তিশা।

উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যোগ হলো। হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী! জীবনের এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’

সম্প্রতি মুক্তি পেয়েছে তিশা-ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ ওয়েবফিল্ম। যেখানে এই দম্পতিকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়। এর পরপরই অসুস্থ হয়ে পড়েন ফারুকী। এদিকে তিশার জন্মদিনের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী ও তারকা সহকর্মীরা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। ১৯৯৭ সালে অনন্ত হীরার ‘সাতপেড়ে কাব্য’ নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং ব্যস্ত হয়ে পড়েন তিনি। তিশা এঞ্জেল ফোর নামের একটি ব্যান্ড দলও গঠন করেছিলেন। এরপর তিশা তার অভিনয় গুণে আকাশছোঁয়া সাফল্য পান।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button