চলে গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং
ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ঋতুরাজের বয়স হয়েছিল ৫৯ বছর। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। হাসপাতাল থেকে ফেরার পর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি, ফের হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুই সপ্তাহ আগে অগ্ন্যাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। হাসপাতাল থেকে ফেরার পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঋতুরাজ। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অমিত বহল ঋতুরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঋতুরাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরেই কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
এই সময়ে ভারতের জনপ্রিয় টিভি অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় ঋতুরাজকে। স্টার প্লাসের ‘অনুপমা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন তিনি। একসময় মঞ্চে কাজ করেছেন ঋতুরাজ। পরে নাম লেখান টিভি ধারাবাহিকে; ‘বানেগি আপনি বাত’, ‘শপথ; ‘আহাত’, ‘লাডু’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে পাওয়া গেছে তাকে। ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে।