বিভাগীয় সংবাদ
নকলায় কাকড়া গাড়ি উল্টে নিহত-১
শেরপুরের নকলার গৌরদ্বারে কাকড়া গাড়ি উল্টে নাজিবুল্লাহ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত একটার সময়।
নিহত নাজিবুল্লাহ নকলার হাট-পাগলা দক্ষিণ পাড়া গ্রামের হানু খাঁ’র ছেলে।
পুলিশ জানায়, ঢাকা শেরপুর মহাসড়কের নকলার গৌরদার এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাকড়া গাড়ি রাস্তার পাশ্বে উল্টে যায়। এসময় নাজিবুল্লাহ গাড়ির নীচে পড়ে। পরে পুলিশ ও শেরপুর থেকে দমকলকর্মীরা এসে কাকড়া গাড়ির নীচ থেকে নাজিবুল্লাহর মরদেহ উদ্ধার করে।
এঘটনার কথা নিশ্চিত করে নকলা থানার ওসি আব্দুল কাদের জানান, এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।