রাজনীতি
ক্রাচে ভর দিয়ে অবরোধ সমর্থনে যুবদল নেতার মিছিল
ক্রাচে ভর করে রাজপথে মিছিলে করেছেন যুবদলের কেন্দ্রীয় সহ পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু।
সরকার পতনে এক দফা দাবিতে বিএনপির চলমান অবরোধ কর্মসূচি সমর্থনে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ২৯ জুলাই বিএনপির ঘোষিত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি আহত হন। সেদিন ক্ষমতাসীন দলের আক্রমনে তার ডান পা ভেঙ্গে যাওয়াসহ মারাত্মক ক্ষতের শিকার হয়। এরই মধ্যে তার পায়ে দুইবার অস্ত্রপচার হয়েছে। সামনে আরো বড় অপারেশন করতে হবে বলে জানা গেছে।