রাজনীতি
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল
সরকার পতনে এক দফা দাবিতে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার সকালে সায়দাবাদের ব্যস্ততম জনপথ সড়কে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম মোহসিন সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার,সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, মাসুম ভুইয়া সহ নেতাকর্মী ।
এসময়ে নাজমুল হাসান বলেন, এই সরকারের দিন শেষ। আন্দোলনের মাধ্যমে টেনেহিঁচড়ে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামানোর সময় এসেছে। জনগণের সম্মিলিত আন্দোলনে এবার তাকে কেউ রক্ষা করতে পারবে না।