বাংলাদেশ

আরো ৮৩৬ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ৬

শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু ৮৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩ জন। এর মধ্যে জুলাইয়ের প্রথম নয়দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রবিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫১৬ জন। বাকি ৩২০ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ২ হাজার ৭৫০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ১ হাজার ৯৬৮ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়। এছাড়া, ২০২০ সালে সাতজন ও ২০২১ সালে ১০৫ জন মারা যান।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button