জেনিনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নিহত ৩

অধিকৃত পশ্চিম তীরের জেনিনি ক্যাম্পে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, আজ সোমবার ভোরে জেনিনের ভবনে ১০টি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।
জেনিনের ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, “আকাশ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং স্থলভাগেও আগ্রাসন চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনায় বোমা মারা হয়েছে… সবকিছু থেকেই ধোঁয়া উড়ছে।”
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে অন্তত তিনজন নিহত হয়েছে আহত হয়েছে ১৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া আরেক ঘটনায় রামাল্লার কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২১ বছরের এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। পশ্চিম তীরে চলমান উত্তেজনার মধ্যেই সেখানে আরও এ হামলার ঘটনা ঘটল।
ইসরায়েলি বাহিনী বিবৃতিতে বলেছে, তারা যৌথ অভিযান কেন্দ্রে হামলা চালিয়েছে, যেখান থেকে ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র বাহিনী কার্যকলাপ পরিচালনা হতো। সূত্র: বিবিসি ও আল জাজিরা