বাংলাদেশ

‘কেবল স্বাধীনতা নয়, চাই সামাজিক বিপ্লব’

বর্তমান বিশ্বসঙ্কট উত্তরণে কেবল স্বাধীনতা নয়, সামাজিক বিপ্লব দরকার বলে মন্তব্য করেছেন বরেণ্য বুদ্ধিজীবী, সমাজতান্ত্রিক চিন্তাবিদ, লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চোধুরী। শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে নিজের ৮৮তম জন্মদিনে ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ শীর্ষক একক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সিরাজুল ইসলাম চোধুরী বলেন, “পৃথিবী আজ গভীর সংকটে। এত বড় সংকট সভ্যতার ইতিহাসে আর আসেনি। তবে এর সমাধান ব্যক্তিমালিকানার বদলে সামাজিক মালিকানায় নিহিত। এজন্য কেবল স্বাধীনতা নয়, চাই সামাজিক বিপ্লব।”

তিনি আরও বলেন, “হাজার বছর ধরে গড়ে ওঠা সভ্যতা এভাবে যুদ্ধ, মাদক ব্যবসা, বর্ণবাদ, পর্নোগ্রাফির মাধ্যমে গাঢ় অন্ধকারে যাবে নাকি বদলের চেষ্টা করবে– এটিই আজকের বড় প্রশ্ন। আজ কৃত্রিম বুদ্ধিমত্তার কথা শুনি, সেটির মালিকানা কী ব্যক্তিগত নাকি সামাজিক? এটি কী আরেকটি দৈত্য হয়ে আসবে, যা নিয়ন্ত্রণহীনভাবে ধ্বংসই করে যাবে? এসবের জবাব সামাজিক বিপ্লবের মধ্যে আছে।”

শুভানুধ্যায়ীদের আয়োজিত অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মওলানা ভাসানী, সমাজতান্ত্রিক আন্দোলন, দেশভাগ ও বাংলাদেশ সৃষ্টির বাঁক পরিবর্তনকারী নানা ঘটনা তুলে ধরেন।

গবেষক ও লেখক আজফার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপ্রধান ছিলেন এস এম কামাল উদ্দিন চৌধুরী।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button