পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব: বাইডেন
কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে বাস্তব বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে শনিবার বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনকে একদম দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছিলেন তিনি।
এদিকে, যুদ্ধ নিরসনে করণীয় নিয়ে আলোচনায় বসছেন জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎজ ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বজুড়ে জলবায়ু সংকট ও দুই দেশের বাণিজ্য ইস্যুও থাকছে আলোচ্যসূচিতে।
ইউক্রেনকে পাঠাতে গিয়ে কামানের গোলা সংকটে পড়েছে জার্মানি। দেশটির কাছে আর মাত্র ২০ হাজার অতি শক্তিশালী বিস্ফোরক আর্টিলারি শেল অবশিষ্ট আছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথির বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে জার্মান সাময়িকী ডের স্পিগেল। অন্যদিকে কিয়েভসহ অনেকগুলো শহর লক্ষ্য করে রাশিয়া রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
এতে দেশটির বেশিরভাগ অংশের বাসিন্দাদের রাতের কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্ক ধ্বনির (সাইরেন) মধ্যে কাটাতে হয়েছে। সূত্র: রয়টার্স