জেনিনে ইসরায়েলি হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে সোমবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় এক কিশোরসহ ৩ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত ও ৩৭ জন আহত হন।
সোমবার ভোরে হঠাৎ ক্যাম্পে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিষাক্ত গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়ে তারা। এ ঘটনায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাটিতে।
ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন: হলেনু খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তারে তারা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় ব্যাপক গুলিবিনিময় হয়।
অভিযানের সময় ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে রকেট ছোড়া হয় এবং ক্যাম্পে নজরদারি বিমান টহল দিচ্ছিল।
সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যান ঢেকে যায়। এ সময় গুলিবর্ষণের শব্দও শোনা যায়।
আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। সূত্র: আল জাজিরা ও ওয়াফা নিউজ এজেন্সি