আন্তর্জাতিক
রাশিয়ার গোলাবারুদ ভাণ্ডার ধ্বংসের দাবি ইউক্রেনের
দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ অধিকৃত হেনিচেস্ক শহরে হামলা চালিয়ে উল্লেখযোগ্য গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচাক বলেন, “অস্থায়ীভাবে রুশ দখলে যাওয়া খেরসনের হেনিচেস্ক জেলার রিকোভ গ্রামে আমাদের সশস্ত্র বাহিনী আজ সকালে একটি ভালো বিস্ফোরণ চালিয়েছে। সেখানে একটি উল্লেখযোগ্য গোলাবারুদ ভাণ্ডার ছিল, সেটি ধ্বংস হয়েছে।”
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৮০ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। সূত্র: আল জাজিরা