তীব্র গরমে উত্তর প্রদেশে ৭২ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু
তীব্র তাপদাহে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলায় তিন দিনে ৫৪ জন মারা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে চারশো মানুষ।
দেশটির চিকিৎসকরা বলেছেন, এসব মৃত্যু নানা কারণে হতে পারে। কিন্তু তীব্র তাপ এর একটি অন্যতম কারণ। প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।
রাজ্যজুড়ে তীব্র তাপদাহ চলছে, বেশির ভাগ অঞ্চলেই এর তাপমাত্রা ৪০ ডিগ্রি। এসব রোগী জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
জেলা হাসপাতাল বালিয়ার ইনচার্জ মেডিকেল সুপারিনটেনডেন্ট এসকে যাদব বলেন, “১৫ জুন ২৩ জন, ১৬ জুন ২০ জন এবং ১৭ জুন ১১ জন মারা গেছে।”
দেশটির চিকিৎসকরা প্রচণ্ড রোদে দিনের বেলায় জরুরি প্রয়োজন ছাড়া ৬০ বছর বয়সীদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
বালিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জয়ন্ত কুমার শনিবার এপিকে বলেন, “বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাই। আর শুক্রবার ১১ জনের। তারা আগে শারীরিক জটিলতায় ভুগছিল। এই গরমে অবস্থা আরও খারাপ হয়। বেশির ভাগই মারা গেছে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়রিয়াজনিত কারণে।” সূত্র: এনডিটিভি