আমরা যাই না, বিদেশিরাই আমাদের ডাকে: ফখরুল
বিএনপি বিদেশিদের কাছে যায়, ধরনা দেয়— আওয়ামী লীগ নেতাদের এমন সমালোচনার জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। তারা আমাদের কাছে জানতে চায়, দেশ কিভাবে চলছে? তোমরা কি বলতে চাও?”
আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের জানতে চাওয়া স্বাভাবিক। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছেন, তার ঘোষিত নীতি হচ্ছে পৃথিবীতে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। সুতরাং তারা তাদের কাজ করেন।”
তিনি আরও বলেন, “যেখানে গণতন্ত্র নেই; তাদেরকে গণতান্ত্রিক সম্মেলনে তারা ডাকেন না। তারা স্যাংশনসহ কী কী দেন। আমাদের সমস্যা কোথায়? আমরা মনে করি, জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের ভোটের অধিকার দেওয়া হচ্ছে না।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।