বাংলাদেশ

হাতপাখার প্রার্থীর রক্তাক্ত ব্যাপার আপেক্ষিক: সিইসি

হাতপাখার প্রার্থীর রক্তাক্তের ঘটনা আপেক্ষিক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটগ্রহণ শেষে সোমবার বিকেল পৌনে ৫টায় ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমরা সন্তুষ্টি বোধ করছি। বেশ সুশৃঙ্খল ও‌ আনন্দমুখর ভোট হয়েছে। খুলনায় ৪২ থেকে ৪৫ শতাংশ ও বরিশালে ৫০ শতাংশ ভোট পড়তে পারে।”

হাতপাখার প্রার্থী রক্তাক্তের পরও ভোট শান্তিপূর্ণ বলা যাবে কিনা, এমন প্রশ্নে সিইসি বলেন, “পরিবেশ শান্তিপূর্ণ ছিল। রক্তাক্ত ব্যাপার আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা উনার রক্তক্ষরণ দেখিনি। আমরা শুনেছি, হাত পাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুষি মেরেছে।”

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা সামলাতে আমাদের প্রস্তুতি আছে।”

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button