ইউক্রেনের ৭ লেপার্ড ট্যাংক ধ্বংসের দাবি রাশিয়ার
ইউক্রেনে জার্মানির তৈরি সাতটি লেপার্ড ট্যাংক ও যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি ব্র্যাডলি সামরিক যান দুই দিনে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। একটি ভিডিওতে রাশিয়ার ড্রোনগুলোকে ইউক্রেনের ট্যাংকগুলোর ওপর আঘাত হানতে দেখা গেছে।
এই ভিডিওর তারিখ শনাক্ত করতে না পারলেও অবস্থান শনাক্ত করা গেছে আর তা জাপোরিজিয়া অঞ্চল। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড’ চলছে বলে স্বীকার করেছিলেন।
এর একদিন আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তাদের সেনারা ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রথম হামলাগুলো প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, আগের দিন তারা তিনটি প্রধান দিকে ইউক্রেনের ১২টিরও বেশি হামলা প্রতিহত করেছে আর জাপোরিজিয়া অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর ১২৮তম মাউন্টেন অ্যাসাল্ট ব্রিগেডের সাঁজোয়া যানের একটি কলাম ধ্বংস করেছে। সূত্র: রয়টার্স