লেখালেখি চালিয়ে যেতে আজমতকে প্রধানমন্ত্রীর পরামর্শ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। রোববার দুপুর ১২টায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। এ সময় আজমত উল্লা খান শেখ হাসিনাকে নিজের লেখা দুটি বই উপহার দেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গাজীপুরে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও গোছানার নির্দেশ দিয়েছেন। রাজনীতির পাশাপাশি আমাকে লেখালেখি চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন।”
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে আজমত উল্লা খান বলেন, “এ বিষয়ে কোনো কথা হয়নি।”
সদ্য সমাপ্ত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অন্যদিকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।
১৬ হাজার ১৯৭ ভোটে আজমত উল্লাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন।