রাজনীতি

‘সরকার চাইলেও আগের মতো নির্বাচন করতে পারবে না’

সরকার চাইলেও আগের মতো নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। শুক্রবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি ও দুঃশাসনবিরোধী গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “সরকারবিরোধী যুগপৎ আন্দোলন সঠিক পথেই রয়েছে। এভাবে আন্দোলন চললে ২ থেকে ৩ মাসের মধ্যেই সরকারের পতন ঘটবে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না, প্রয়োজনে রাজপথে জীবন দেব।”

নুর আরও বলেন, “বিভিন্ন দেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে সরকার চাইলেও এবার আর আগের মতো নির্বাচন করতে পারবে না। করলে নিকারাগুয়া ও নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞার ঝামেলায় পড়বে, যা দেশকে ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।”

নুরুল হক নুর বলেন, “তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনের পর সরকার নিজেরা অগ্নিসংযোগ করে বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিদেশিদের কাছে বিরোধীদের সহিংস হিসেবে তুলে ধরেছে। এবারও সেই পুরনো ষড়যন্ত্র করছে। তাই তারা হাত ভেঙে ফেলা, আগুনে পোড়ানোর কথা বলছে।”

তিনি আরও বলেন, “বিরোধী দলগুলোর প্রতি আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাতে রাজপথে নামুন। সেই আন্দোলন যেখানেই হোক, যারাই করুক- সেটাই আমাদের আন্দোলন। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশকে বিদেশিদের মুখোমুখি দাঁড় করিয়েছে।”

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, “আমাদের ভোট চোরের ভ্যাকসিন আবিষ্কার করে ভোট চোরদের গায়ে পুশ করতে হবে। আগামীতে শুধু ভোটবর্জনই করা হবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন বন্ধ করতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এসে এই সমাবেশের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করল গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন, বিপ্লব পোদ্দার, সোহরাব হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, নাজমুস সাকিব, শহিদুল ইসলাম ফাহিম, জসিম উদ্দিন, পাঠান আজহার প্রমুখ।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button