আন্তর্জাতিক

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রশান্ত মহাসাগরের কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত নিউ ক্যালেডোনিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি ও ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে। এতে উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভানুয়াতুয় জোয়ারের সময় ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে। সূত্র: রয়টার্স

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button