দুপুরে শ্যামলীতে বিএনপির জনসমাবেশ
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দাবিতে দেশের আট বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর শ্যামলীতে জনসমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, “শুক্রবার দুপুর আড়াইটায় আট বিভাগ ও ২৭ সাংগঠনিক জেলায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “এ কর্মসূচি বাস্তবায়নে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ আদাবর লিংক রোডে ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করবেন উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান।