বাংলাদেশ

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধ বিষয়ক সভার প্রথম দিনের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইনশৃঙ্খলাজনিত যে কোনো চ্যালেঞ্জ পুলিশ সফলভাবে মোকাবিলা করছে। আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে।”

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা অগ্নি সন্ত্রাস ও জঙ্গি হামলার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। আপনারা দেশকে ভালোবাসেন। দেশের মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে।”

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। মামলা তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে ৯৫ ভাগ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “পুলিশ ২০১৩ ও ২০১৪ সালে অগ্নি সন্ত্রাস সফলভাবে মোকাবিলা করেছে। আগামী দিনেও আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।”

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, “আগামী দিনগুলো চ্যালেঞ্জিং হবে। তাই পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কোরবানি ঈদে চাঁদাবাজি বন্ধসহ নানা নির্দেশনা দিয়েছেন আইজিপি। তিনি বলেন, সারা দেশে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত সার্বিক অপরাধ পরিস্থিতি তথা ডাকতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, কিশোর গ্যাং ইত্যাদি সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

মানুষ যাতে আসন্ন ঈদুল আযহা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন সে ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের তিনি নির্দেশনা দেন। আইজিপি বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত এবং কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করতে হবে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button