আন্তর্জাতিক
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৩

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মৌহন প্রদেশের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে ৩৩ জন নিহত হয়েছে। শনিবার প্রাদেশিক গভর্নর বাবো পিয়েরে বাসিঙ্গার বিবৃতিতে এ তথ্য জানান।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মৌহন প্রদেশের চেরিবা বিভাগের ইউলৌ গ্রামে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়। তাদের লক্ষ্য ছিল, নিরীহ বেসামরিক নাগরিক, যারা নদীর ধারে চাষাবাদ করছিল। এসময় ৩৩ জন নিহত হয়।
স্থানীয় সূত্রগুলো জানায়, মোটরসাইকেলে আসা ভারি অস্ত্রে সজ্জিত লোকজন নির্বিচারে কৃষকদের ওপর গুলি চালায়। নিহতদের শুক্রবার সমাহিত করা হয়।
এই হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছে। হামলাকারীরা গুলি চালানোর আগে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। সূত্র: এএফপি