রাজনীতি

‘সরকার বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, আর ভুয়া ছবি ছাপাচ্ছে’

সরকার বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, আর ভুয়া ছবি ছাপাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে নেতারা এ কথা জানান। গণসংহতিসহ বিভিন্ন দলের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, “সরকার বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, আর ভুয়া ছবি ছাপাচ্ছে। দিল্লি, জাপান, ওয়াশিংটন, লন্ডন ঘুরে লাভ হবে না।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “গণতন্ত্র মঞ্চ প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রতি সৌজন্য দেখিয়ে আজকের সমাবেশ শাহবাগ থেকে সরিয়ে নিয়েছে। আশা রাখব, প্রধানমন্ত্রীও দেশের মানুষের প্রতি সৌজন্য দেখিয়ে এখনই পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবেন।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “ঊনসত্তর আর নব্বইয়ের মডেলেই ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। আন্দোলন শুরুর আগেই এখন আপসের আওয়াজ আসছে।”

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, “জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু শাসক পরিবর্তনের জন্য নয়, এই রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তন করতে হবে।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, “এই সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। কয়েক দিনের মধ্যে গণতন্ত্র মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদউদ্দিন স্বপন বলেন, “চূড়ান্ত লড়াইয়ের সময় এসেছে। এ লড়াইয়ে জনগণ মাঠে নেমেছে।”

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেএসডি সহসভাপতি কে এম জাবির, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল প্রমুখ।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button