বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার রাত ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, “বিআইডব্লিউটিএ’র পরিচালকের নির্দেশে শুক্রবার রাত ১১টা থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় ও তীব্রতা বাড়তে থাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন আহমেদ বলেন, “এখনও ফেরি বন্ধের কোনো নির্দেশনা দেয়নি। কর্তৃপক্ষের নির্দেশ পেলে যে কোনো মুহূর্তে ফেরি বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরির মধ্যে ১৫টি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে।”

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো সংকেতের আওতায় না এলেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। মানুষকে সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মৎসজীবীসহ নদী-তীরবর্তী মানুষদের আগেভাগে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।”

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button