ভারতের মধ্য প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৫
ভারতের মধ্য প্রদেশের খারগোন জেলার ওন পুলিশ স্টেশন এলাকায় আজ মঙ্গলবার বাস দুর্ঘটনায় তিন শিশু ও ছয় নারীসহ ১৫ জন নিহত হয়েছে।
খারগোনের সাব-ডিভিশনাল অফিসার রাকেশ মোহান শুকলা বলেন, “যাত্রীবাহী বাসটি ইন্দোরের দিকে যাচ্ছিল। কিন্তু দংগারগাওয়ের কাছে এক নদীর ব্রিজ থেকে বাসটি পড়ে যায়। নদীতে পানি ছিল না।”
রাকেশ আরও বলেন, “সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৫ জনের মধ্যে তিন শিশু ও ছয় নারী রয়েছে। আহত যাত্রীদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বাসের চালককে খুঁজে পাওয়া যায়নি।”
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্র বলেন, “বাসটিতে ৪০ যাত্রী ছিল। খারগোনের দাসাংগা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এতে ২০-২৫ জন আহত হয়েছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, চালক ঘুমিয়ে ছিল। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায়। পর বাসটি চূর্ণ-বিচুর্ণ হয়ে যায়। স্থানীয়রা আহত অনেক যাত্রীকে উদ্ধার করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া