আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসলায়েল
অধিকৃত পশ্চিম তীরে আরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। তবে ইসরায়েলের বাহিনী বলছে, চলতি সপ্তাহে ইসরায়েলিদের ওপর হামলা চালানো অপরাধীদের ধরতে শনিবার তারা অভিযানে নেমেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন শহিদ হয়েছে। তারা থাবেতে থাবেত গভর্নমেন্ট হাসপাতালে আছে। তুলকারেম শহরের কাছে নূর শামস শরণার্থী শিবিরের কাছে অভিযান চালায় ইসরায়েল।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুজনের বয়স ২২। তাদের বুকে, ঘাড়ে ও পেটে গুলি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার আভনেই হেফতজে গুলি হামলায় তারা জড়িত ছিল।
বিবৃতিতে ইসরায়েল বাহিনী জানায়, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দুই বন্দুকধারী। এছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় দুটি এম-১৬, সামরিক ভেস্ট এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ফিলিস্তিনের স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, দুজন নিহত হয়েছে এমনটি নিশ্চিত হওয়ার পরেই ইসরায়েল বাহিনী সেখান থেকে চলে যায়। সূত্র: আল জাজিরা